সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ১৩ ডিসেম্বর ২০২৩ ০৭ : ০১
কলকাতায় ফের বেপরোয়া গতির বলি পুলিশকর্মী। নাইট ডিউটি সেরে স্কুটি চড়ে বাড়ি ফিরছিলেন বছর চল্লিশের অভিজিৎ চক্রবর্তী। মানিকতলার কাছে বিবেকানন্দ রোড ও রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে দ্রুতগামী ট্রাক। রাস্তার পাশে ছিটকে পড়েন অভিজিৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।